হাদিয়া বা উপহার পেতে বা দিতে কার না ভাল লাগে?
হাদিয়ার আদান প্রদান পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায়। উপরন্তু এটি একটি সুন্নাহ। রমাদান মাসে হাদিয়ার আদান প্রদান হতে পারে সওয়াব হাসিলের একটি চমৎকার উৎস।
আলহামদুলিল্লাহ, এক বছর পর আবার আমাদের মাঝে পবিত্র ও মহিমান্বিত মাস মাহে রমাদান আসন্ন। পবিত্র এই মাসের তাৎপর্য অন্য যেকোন মাস থেকে অনন্য।
এই যেমন, রোজাদার ব্যাক্তিকে ইফতার করানোর মধ্যে রয়েছে সীমাহীন সওয়াব। হজরত সালমান (রা.) বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি এ মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, এর দ্বারা তার গুনাহ ক্ষমা করা হবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। আর রোজাদারের সমপরিমাণ নেকি তাকে দান করা হবে অথচ রোজাদারের প্রাপ্য নেকি একটুও কমানো হবে না।
হাদিয়ার আদান প্রদান কিংবা রোযাদারকে ইফতার করানোর মত মহৎ এবং নেক ইচ্ছাতে শামিল হওয়ার জন্য ও এই প্রক্রিয়াকে সহজতর করতে খাস ফুড নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে রামাদানের বিশেষ কিছু প্যাকেজ। বিস্তারিত লিঙ্কেঃ
আসুন নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্যাভাস গড়ে তুলি। আপনার রমাদান হোক বরকতময় ।
Reviews
There are no reviews yet.