শিমুল মূল (শিমুল গাছ – Shimul Tree) ৩০ মিটার পর্যন্ত উঁচু হয়, গাছের গায়ে কাঁটা থাকে। কাঁটার গোড়া মোটা এবং অগ্রভাগ সরু ও তীক্ষ্ণ। পাতা বোঁটাযুক্ত, করতলাকার যৌগিক, ৫-৭ টি পত্রক নিয়ে গঠিত। শীতের শেষে পাতা ঝরে পড়ে। বসন্তে ফুল হয়, ফুল লালচে বর্ণের। পাঁচ প্রকোষ্ঠ বিশিষ্ট লম্বাকৃতি ফল হয়। ফলের ভিতরে তূলা ও বীজ হয়। শিমুলের ভেষজ গুণাবলি অপরিসীম। সমগ্র গাছের সকল উপাদান থেকেই ভেষজ ওষধ প্রস্তুত করা যায়।
শিমুল গুঁড়ার উপকারিতা
• অনেক পুরুষ আছে স্ত্রী সহবাসে অধিক সময় থাকতে পারেন না। এতে দুই জনের মিলন তৃপ্তি হয় না। স্ত্রীর মনে সবসময় কষ্ট থেকে যায়। এবং জীবনে নেমে আসে হতাসা। এর প্রধান কারণ পুরুষের বীর্য পাতলা। আর বীর্য পাতলা হলে স্ত্রী সহবাসে কখনো দীর্ঘ সময় থাকা যায় না। এই কঠিন সমস্যার সমাধান দিবে শিমুল মূল। কারণ নিয়মিত শিমুল মূল,তেতুল বীজের গুড়া ও অর্শ্বগন্ধা একত্রে খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবে। ফলে দীর্ঘ সময় স্ত্রী সহবাস করা যাবে।
• আগেই বলা হয়েছে এটি খেলে পুরুষের শুক্ররানু বৃদ্ধি পায়। এবং এটি যৌবন ধরে রাখে দীর্ঘদিন।
• অনেকের রক্ত আময়শায় ভূগছেন। আর এই থেকে পরিত্রাণ পেতে শিমুল মূল চুর্ণ এর সাথে ছাগলের দুধ পান করতে হবে। বেশ কয়েক দিন খেলে এটি ভালো হয়ে যাবে।
• কিছু কিছু সময় আমাদের ফোরা দেখা যায়। এবং এটি অধিক যন্ত্রনা দেয়। এই ব্যাথা থেকে মুক্তি পেতে শিমুল মূল ছেচে ক্ষত স্থানে লাগালে দ্রুত কাজ করবে।
• অনেক ক্ষেত্রে মহিলাদের অতিরিক্ত রক্তস্রাব হয় । আর এটি খেলে এই রোগ থেকে রক্ষা পাওয়া যাবে।
• এটি মেছতা ও উদরাময় রোগ দূর করে থাকে।
• শারীরিক দুর্বলতা ও যৌন দুর্বলতা উভয় দূর করতে প্রতিদিন এই চূণের সাথে মধু মিশিয়ে খেলে ভালো কাজ করে। এতে বলা যায় শিমুল মূলের উপকারিতা স্বাস্থ্যের জন্য অনেক।
কেন খাবেন খাস ফুডের শিমুল গুঁড়া
• শুক্রবর্ধক
• আসল শিমুল মূল থেকে তৈরি
• প্রাকৃতিক ঔষধ
• শতভাগ খাঁটি
• অনেকদিন যাবত সংরক্ষণ করে খেতে পারবেন
Got The Question About This Product?
You must be logged in to post a comment.
kivabe khete hoy ?
মেয়াদ কত দিন? অরিজিনাল হবে তো?
শিমুল গুঁড়ার মেয়াদ প্যাকেজিং এর ডেট থেকে ১ বছর পর্যন্ত। জ্বী স্যার, খাঁটি হবে।
আমাদের সকল পণ্যের খাঁটি হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকি।
এটা কি শিমুল মূলের গুড়া? কীভাবে খেতে হয়?
জ্বি, এটা শিমুল মূলের গুঁড়া।
শুক্রবর্ধক, প্রদর ও অতিরিক্ত রক্তস্রাবে কার্যকর।
রোগ অনুযায়ী ব্যবহার পদ্ধতিঃ
রোগেরনামঃ শুক্রতারল্য, শারীরিক দুর্বলতা ও যৌন দুর্বলতায়
ব্যবহার্য অংশঃ মূল চূর্ণ
মাত্রাঃ ৭-১২ গ্রাম
ব্যবহার পদ্ধতিঃ সমপরিমান চিনিসহ প্রত্যহ ১-২ বার সেব্য।
রোগেরনামঃ প্রদর ও মহিলাদের অতিরিক্ত রক্তস্রাবে
ব্যবহার্য অংশঃ শুষ্ক কষচূর্ণ
মাত্রাঃ ১-২ গ্রাম
ব্যবহার পদ্ধতিঃ সমপরিমান চিনিসহ প্রত্যহ ১-২ বার দুধসহ সেব্য।
ভাই আমি শিমুল মূলের সাথে তেতুল বীজের গুড়া নিতে চেয়েছিলাম কিন্তু এখানে নাই কি করবো?
দুঃখিত স্যার, তেঁতুল বীজের গুঁড়া আমাদের কাছে নেই। আপনি শিমুল গুঁড়া অর্ডার করতে পারেন।
kivabe khete hoy? panir sathe mishiye khawa jabe?
১ চামচ পাউডার ১ কাপ পানিতে ভিজিয়ে খেতে হবে। দুধের সাথে খাওয়া বেশী উপকারী।
উত্তম ফলাফলের জন্য খাঁটি মধুর সাথে মিশিয়ে খাবেন। খালি পেটে বা ভরা পেটে খাওয়ার কোন বাধ্যবাধকতা নেই।