পাহাড়ি দেশি মুরগি – মূলত রাঙামাটি, খাগড়াছড়ি অঞ্চলে প্রাকৃতিকভাবে বেড়ে উঠা মুরগি। এই মুরগিগুলো পাহাড়ি এলাকায় বেশ চোখে পরে। স্বাদে ও পুষ্টিতে এই মুরগিগুলো নিঃসন্দেহে সেরা। খাস ফুড আপনাদের দিচ্ছে সরাসরি পাহাড়ি অঞ্চল থেকে সংগৃহীত পাহাড়ি এই মুরগিগুলো। মূলত পাহাড়ে ঘুরে বেড়ানো মুরগি ধরে অথবা পাহাড়ি জনপদ থেকে সংগ্রহ করা হয় এই মুরগী।
কেনো খাস ফুডের পাহাড়ি দেশি মুরগি সেরা?
১। সরাসরি রাঙামাটি ও খাগড়াছড়ির থেকে সংগৃহীত।
২। শতভাগ বিশুদ্ধ।
৩। প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠা মুরগি।
৪। দেহের জন্য ক্ষতিকারক উপাদান যেমন সীসা মুক্ত।
৫। কোন প্রকার গ্রোথ প্রোমোটর বা অ্যান্টিবায়োটিকস ব্যবহার করা হয় না।
৬। খোলামেলা পাহাড়ি পরিবেশে বেড়ে উঠা।
৭। ফ্রেশ মাংসের নিশ্চয়তা।
পাহাড়ি দেশি মুরগির উপকারিতা
১। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন যা পেশি গঠনে ভূমিকা রাখে।
২। এগুলো প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠায় এদের গৃহীত খাবার থাকে সম্পূর্ণ নিরাপদ। ফলে এগুলো গ্রহণে দেহে কোন ক্ষতিকর প্রভাব পরে না।
৩। এগুলোতে চর্বির পরিমাণ কম থাকে এবং মাংসল অংশ বেশি থাকে।
৪। এতে আছে ট্রিপ্টোফ্যান যা স্ট্রেস কমাতে ভূমিকা রাখে।
৫। এর স্যুপ দেহের জন্য বেশ উপকারী।
৬। এটি ফসফরাস সমৃদ্ধ যা হাড় মজবুত করতে সহায়তা করা।
৭। উচ্চ প্রোটিন সমৃদ্ধ হওয়ায় শিশুদের জন্য বেশ ভালো।
খাস ফুড আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আপনাদের জন্য প্রতি সপ্তাহে এই মুরগি সংগ্রহ করে ডেলিভারি দিয়ে থাকে। তাই এই মুরগির স্বাদ গ্রহণে প্রি-অর্ডার করুন খাস ফুডে।
Got The Question About This Product?
You must be logged in to post a comment.