তুলসি পাতার গুঁড়া
ছোটবেলায় কোনোরকম ঠান্ডা-কাশি হলেই আম্মু আমাদেরকে যে পাতাটি খাওয়ার উপদেশ দিতেন তা হলো তুলসি পাতা। বলতেন তুলসি পাতা মধু দিয়ে খাও দেখবে তোমার ঠান্ডা-কাশি সেরে গেছে। হ্যাঁ ঠিক তাই তুলসি পাতা ও মধুর ঠান্ডা-কাশি সারাতে জুড়ি নেই। আমাদের দেশে এখন শীতকাল চলছে এমনকি গত কয়েকদিন হলো শীত জেকে বসেছে। ফলে ঠান্ডা, কাশি কিংবা জ্বরের প্রকোপ বেড়েই চলেছে। এমতাবস্থায় পার্শ্বপ্রতিক্রিয়াহীন ঔষধই হতে পারে আসল সমাধান। ঠিক তেমনই একটি সমাধান হলো তুলসি পাতা। প্রাচীনকাল থেকে এই পাতাগুলো হোম রিমেডি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আর তাইতো খাস ফুড আপনাদের সুস্থ্যতায় ভূমিকা রাখতে সরবরাহ করছে তুলসি পাতার গুঁড়া। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই তুলসি গাছ দেখতে পাওয়া যায়। সুতরাং এটি খুবই সহজলভ্য একটি প্রতিকার।
তুলসির ঔষধি গুণাগুণ
তুলসির রয়েছে নানা ধরনের গুণাগুণ। তন্মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি গুণ তুলে ধরা হলো।
• প্রাগৈতিহাসিক কাল থেকে ঠান্ডা, জ্বর ও কাশি সারাতে ব্যবহৃত হয়ে আসছে তুলসি পাতা। তুলসি পাতা ও মধু একসাথে নিয়মিত কয়েকদিন খেলে ঠান্ডা কিংবা জ্বর সেরে যায় খুব সহজেই। আগেকার দিনে ঠান্ডা বা জ্বরের একমাত্র ঔষধই ছিল তুলসিপাতা কারন এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।
• তুলসিতে রয়েছে ইসেনশিয়ায় ওয়েল যেমন লিনোলেয়িক এসিড যা আমাদের শ্বাসতন্ত্রের জন্য খুবই উপকারী। এছাড়া এই এসিড ত্বকের জন্য দারুণ উপকারী। ইসেনশিয়াল ওয়েল ছাড়াও এতে রয়েছে আরও কিছু উদ্বায়ী তেল যা অ্যালার্জি, ইনফেকশন ও রোগসৃষ্টিকারী জীবাণু হতে আমাদের দেহকে সুরক্ষা দেয়।
• যাদের ব্রণ ও পিম্পল এর সমস্যা রয়েছে তাদের জন্য দারুণ একটি টোটকা হলো তুলসি পাউডার। আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে তুলসি পাউডারের সাথে নিম অথবা হলুদের গুড়া মিক্স করে ব্যবহার করুন দেখবেন সমস্যা সমাধান হয়ে যাবে নিমেষেই।
• তুলসি পাতা দেহের পরিষ্কারক ও ডিটক্সিফাইং এজেন্ট হিসেবে কাজ করে থাকে। এতে উপস্থিত নানা ধরনের ফাইটোকেমিক্যালস ও অ্যান্টিঅক্সিডেন্টস মূলত এই ভূমিকা পালন করে থাকে।
• তুলসি পাতা দিয়ে চা বানিয়ে খেতে পারবেন। যা আপনাকে দেবে মানসিক প্রশান্তি। এছাড়া এই চা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
• এতে প্রচুর পরিমানে ভিটামিন এ ও সি রয়েছে যা দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় উপাদান।
• এতে উপস্থিত বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করে।
কেন খাবেন খাস ফুডের তুলসি পাতা
• প্রাকৃতিক প্রতিষেধক
• পার্শ্বপ্রতিক্রিয়াহীন
• নিজস্ব তত্বাবধানে তৈরি
• জটিল রোগ সমুহের জন্য দারুণ সমাধান
• শতভাগ নিরাপদ
Got The Question About This Product?
You must be logged in to post a comment.
আপনারা কি পাতা থেকে গুঁড়াটা করছেন নাকি ছাল থেকে?
আমরা তুলসি পাতা থেকে তুলসি গুঁড়া করি ।
ki ki upokare ashbe ?
চুল পড়া, শক্তিহীনতা, আমবাত বা এলার্জী, কাশি, বহুমুত্র, অজীর্ণ, অতিরিক্ত বমি হলে, হাঁপানি, ম্যালেরিয়া ইত্যাদির জন্য তুলসি গুঁড়া খুবই উপকারী।