লিচুর যতগুলো জাত বাংলাদেশে প্রসিদ্ধ তার মধ্যে বোম্বাই লিচু (Bombay Litchi) অন্যতম। এই লিচুর বহিরাবরণ হয় টকটকে লাল। এর মিষ্টি শাঁস এবং ছোট আকারের বীচি এর জন্য এই লিচু সকলের পছন্দের তালিকায় থাকে শীর্ষে।
সাধারণত মে মাসের শেষের দিক থেকে জুন মাস পুরোটা জুড়ে বাজারে দেখা যায় বোম্বাই লিচুর সমারোহ। বাংলাদেশে চাষকৃত লিচুর মধ্যে এই লিচুর চাহিদা তুলনামূলক বেশি।
বোম্বাই লিচু (Bombay Litchi) ক্রয়ের ক্ষেত্রে মাথায় রাখবেন যেসব ব্যাপার
লিচু এমন একটি ফল যাতে সহজে পোকার আক্রমণ দেখা দেয়। কিন্তু আপাত দৃষ্টিতে বাইরে থেকে দেখে সঠিকভাবে বিচার করা যায় না লিচুর অবস্থা। এক্ষেত্রে কিছু ব্যাপার মাথায় রেখে লিচু ক্রয় করলে লোকসানের হাত থেকে বাঁচা সম্ভব। যেমন –
১। সতেজ লিচু ক্রয় করুন।
২। লিচুর বোঁটা লিচুর সঙ্গে ভালো ভাবে আটকে আছে কি না দেখে নিন।
৩। লিচুর খোসার রঙ পরিবর্তন হয়ে গিয়েছে কি না সেটা দেখে কিনুন। খোসার রঙ যত পরিবর্তন হতে দেখা যাবে বুঝতে হবে লিচু ততই আগে গাছ থেকে সংগ্রহ করা হয়েছে
৪। লিচুর বোঁটার কাছে ছিদ্র আছে কি না দেখে কিনুন। বোঁটার কাছে ছিদ্র থাকা মানে লিচুতে পোকার উপদ্রব থাকার প্রবল সম্ভাবনা আছে।
৫। বোম্বাই লিচু হিসেবে অন্য লিচু ক্রয় করে যেনো না আনেন তাই এর আকার দেখে কিনবেন। এই লিচু সাধারণত ডিম্বাকৃতির হয়ে থাকে।
৬। বোম্বাই লিচুর সাথে বারি – ১ লিচুর সাদৃশ্য আছে। তাই এই লিচু কেনার ক্ষেত্রে বহিরাবরণ টকটকে লাল কি না দেখে কিনবেন।
উচ্চফলনশীল লিচুর জাতগুলোর মধ্যে বোম্বাই লিচু এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাই এই লিচু ক্রয়ের ক্ষেত্রে ভালো করে পরখ করে কেনা উত্তম যেনো অন্য কোন লিচু বোম্বাই লিচু হিসেবে কিনে ঠকতে না হয়।
Got The Question About This Product?
You must be logged in to post a comment.