হিমসাগর (Himsagor) আম কে আমের রাজা হিসেবে আখ্যায়িত করা হয়। এর মনমাতানো ঘ্রাণ আর রসালো শাস একে অন্যান্য আম থেকে আলাদা করে। ত্বক মসৃণ ও খোসা পাতলা হয়ে থাকে হিমসাগর আমের। শাঁস নরম, আঁশবিহীন ও হলুদ – কমলা রঙের হয়। এই আম সুদূর সাতক্ষীরার আম বাগান থেকে সংগ্রহ করা হয়।
সাতক্ষীরা ছাড়াও এটি চুয়াডাঙ্গা এবং মেহেরপুর এ উৎপাদিত হয়। রাজশাহীতেও এই আম স্বল্প পরিমাণে দেখা যায়। এই আমের চাহিদা বরাবরই বেশি। Good manufacturing practice (GMP) সহ Food Safety অনুসরণ করে ৭টি ধাপ অতিক্রম করে ভোক্তার কাছে পৌঁছে দেয়া হয় হিমসাগর (Himsagor) আম।
পূর্ণ স্বাদ এবং মান পেতে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখার অনুরোধ করছি :
১। পরিবহন এবং সংরক্ষণের সুবিধার্থে আমরা পরিপক্ক কিন্তু কাঁচা আম সরবরাহ করে থাকি। কেননা এই আম সুন্দরভাবে সংরক্ষণ করলে ধীরে ধীরে পেকে যাবে ইনশা আল্লাহ।
২। সংরক্ষণের জন্য আম কার্টুন থেকে বের করে বোঁটা থাকলে তা ফেলে দিয়ে উপুড় করে পাটের বস্তা বা নরম কাপড়ের উপর বিছিয়ে রাখুন যাতে আমের কষ বের হয়ে যেতে পারে। প্রতিটি আম ভার্জিন পেপার অর্থাৎ কালিমুক্ত কাগজ দিয়ে মুড়িয়ে রাখুন। দুই-একদিনের মধ্যেই আম খাওয়ার উপযুক্ত হবে ইনশা আল্লাহ্।
৩। আম শুষ্ক ও আলোবাতাসপূর্ণ স্থান এবং স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করুন। কার্টুনে কিংবা গরম তাপমাত্রায় রাখলে আম পঁচে যাওয়ার সম্ভাবনা থাকে।
৪। আম পরিপক্ক হওয়ার পর অনতিবিলম্বে খেয়ে ফেলার অনুরোধ করা হচ্ছে। বিশেষ করে হিমসাগর পাকার পর রেখে দিলে বোঁটার দিকে পচন ধরে।
৫। পরিবহনজনিত কারণে আম বা লিচুতে কোন সমস্যা পেলে বা আম কিছুদিন সংরক্ষণের পরও না পাকলে অনতিবিলম্বে আমাদের জানানোর অনুরোধ রইল।
৬। আম খাওয়ার অন্তত ২০ মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখুন। এতে করে আমের স্বাদ, পুষ্টিমান দুটোই বাড়বে।
(বিস্তারিত জানতে ক্লিক করুন)
বাজারে প্রাপ্ত নানান জাতের আম কে হিমসাগর বলে চালিয়ে দেওয়া হয়। বিশেষ করে ক্ষীরসাপাত আমের সাথে এই আম গুলিয়ে ফেলেন অনেকে। তবে এরা সম্পূর্ণ ভিন্ন প্রজাতির আম। তাই এই আম কেনার ক্ষেত্রে একটু সচেতনতা প্রয়োজন।
এই আমের বহিরাবরণ হবে হালকা সবুজ। পাকার পরও সবুজ থেকে যায়। খোসা পাতলা এবং ত্বক মসৃণ। এ আমের ঠোঁট নেই, গড়ন বুকের দিকটা গোলাকার এবং অবতল থেকে সামান্য লম্বাটে আকার নিয়ে শীর্ষদেশ গোলাকৃতির হয়ে থাকে।
Got The Question About This Product?
You must be logged in to post a comment.
Quality of some mango aren’t good. old , sour and started to rotten
Some are very good and sweet
We sincerely apologize for your bad experience, sir. The problem is unintended. Please let us know your order number and details of the problem via below phone number or website chat. We are pretty concerned about our customer satisfaction. It will be helpful to improve our services towards our customers.
In case of any need, you can contact this number 09612002255. We will take appropriate action In sha Allah.